
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে হয়রানি করে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, তা কখনো হতে দেয়া যাবে না। যে বার বার দোষ করবে তাকে শুধু অর্থদন্ড করলে হবে না, প্রয়োজনে জেল দিতে হবে।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিত্যপ্রয়োজনীয় বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে কর্মকর্তা ও পাইকারী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, পাইকারি ব্যবসায়ীরা পণ্য বিক্রি ক্ষেত্রে পাকা ক্যাশমেমো দেয়ার কথা বললেও খুচরা বিক্রেতা বলছে তা দেয়া হয় নাই। খুচরা বিক্রেতারা বেশি লাভের আশায় তারা অনেকসময় চালাকি করে পাকা ক্যাশমেমো দেয় নাই বলে মিথ্যা কথা বলে।
পাইকারি আড়ৎ থেকে কিনা পণ্যের পাকা ক্যাশমেমো এখন খুচরা বিক্রেতাদের দোকানের সামনে টানিয়ে রাখতে হবে।
তিনি বলেন, পাইকারি ব্যবসায়ীদের থেকে বিক্রির ক্যাশমেমো নিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে গিয়ে মনিটরিং করতে হবে। সেক্ষেত্রে দোষী পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি মানুষদের বিশ্বাস করি। আপনারা পণ্য বিক্রির পাকা ক্যাশমেমো ব্যবহার করতে হবে। যারা আপনাদের কাছ থেকে পণ্য কিনবে তাদেরকে অবশ্যই পাকা ক্যাশ মেমো দিতে হবে।
সভায় আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, জেলা প্রানী সস্পদ কর্মকর্তা ডা. মুকবুল হোসেন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর হোসেন,
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. নাজমুল আলম পাটওয়ারী, পরেশ মালাকার, আলু ব্যবসায়ী বিল্লাল কাজীসহ পাইকারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।