
প্রেস বিজ্ঞপ্তি: চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট এবং ইউনিটের যুব প্রধানের নাম ভাঙ্গিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে চাঁদপুরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
১৪ অক্টোবর সোমবার চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক ও ইউএলও কাহাদ আল নূর সাজিদ এবং যুব প্রধান মোঃ নজরুল ইসলাম বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁদপুরবাসীকে সতর্ক সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট এবং ইউনিটের যুব প্রধান মো: নজরুল ইসলাম বাবুর নাম ভাঙ্গিয়ে কিছু প্রতারক চক্র বিভিন্ন মহলের কাছ থেকে ত্রান এবং অর্থ প্রদান করবে বলে টাকা দাবি করেছে যার কিছু প্রমাণ ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছে।
আপনারা জানেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ সরকারের একটি মানবিক সহযোগী সংস্থা হিসেবে কাজ করে এবং কখনোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ত্রান এবং নগদ অর্থ প্রদানের নাম করে টাকা দাবি করে না এবং এটা সম্পূর্ন সোসাইটির ০৭ টি মৌলিক মূলনীতি এবং Code of Conduct বিরোধী হিসেবে বিবেচিত হয়।
সুতরাং, সকলকে এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি এবং উপরোক্ত বিষয় পুনরায় ঘটলে আপনারা তাৎক্ষণিকভাবে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটকে অবগত করার জন্য অনুরোধ করছি এবং প্রতারক চক্রকে পুলিশে সোপার্দ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।