চাঁদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি কর্মকর্তাদের দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির সভাপতি ও জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মোঃ মুজিবুর রহমানের নেতৃত্বে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন রক্ষা কমিটির জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার,

দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম সোহেল, সদস্য মিজানুর রহমান গাজী, স্বপন নন্দী, সুমন মুন্সি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির কর্মকর্তা বৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের নবমীর দিন ১২ অক্টোবর শনিবার চাঁদপুর শহর এলাকার দাসপাড়া ঘোষপাড়া মৈশালবাড়ি হরিসভা নিতাইগঞ্জসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন,

আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের অভিনন্দন জানান।

এদিন রাতে পুরান বাজার লোহারপুল মৈশাল বাড়ি সার্বজনীন দুর্গা পূজা জয় সংঘ মন্ডপ পরিদর্শন কালে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির কর্মকর্তাদের সাথে আরো উপস্থিত ছিলেন পুরান বাজার পুলিশ ফাঁড়ির এএসআই সামছুল ইসলাম,

মৈশাল বাড়ি পূজা মন্ডপের সভাপতি অরুন ঘোষ,সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, সহ সভাপতি প্রতাপ রায়,খোকন সুত্রধর,অজিত ঘোষ,সদস্য কার্তিক ঘোষ,প্রবীর ঘোষ,বিদু ঘোষ,তাপস ঘোষ,দিলীপ সরকার, যুবদল নেতা ওয়াদুদ বরকান্দাজ প্রমুখ।

সম্পর্কিত খবর