মহসিন হোসাইন : ‘আগামী প্রজন্মকে সক্ষম করি,দূর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বিষয় নিয়ে চাঁদপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৪ আলোচনা সভা, র্্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩অক্টোবর (রবিবার) সকাল ১০টায় চাঁদপুর সদর ক্লাব রোড়স্থ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের ব্যাবস্থাপনায় সভা,মহড়া ও র্্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন,’আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’টি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়ে আসছে।
চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোস্তাফিজুর রহমান বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। গত দুই দশকে এ ভূখণ্ডে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠী।
পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের। এছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি স্মার্ট প্রযুক্তি ব্যবহারে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
এসময় তিনি বিভিন্ন জায়গার ও দেশের আগুন লাগার ঘটনাকে তুলে ধরে উদাহরণ দিয়ে বলেন, বিগত-২০১৩সালে রানা প্লাজা ধ্বসের ঘটনায় অনেকেই মারা গিয়েছে। এখানে প্রকৃতিকে দায়ী করতে পারিনা। মানুষের লোভ ছিল এখানে। এ ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো আমাদের নিজেদের ভূলের কারণে হয়ে থাকে।
অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ বলতে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া আয়লা, সাইক্লোন, নার্গিস ও কিছুদিন পূর্বেও ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রিমালের মতো দূর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ বুঝায়।এখানে ছোট থেকে বড় সকলেই সচেতন হতে হবে।
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৪ আলোচনা সভা, র্্যালি ও মহড়ায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক- সৈয়দ মোরশেদ হোসেন, চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার-শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)- মোঃ আল ইমরান খান, চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ এরশাদ উদ্দিন, চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার- রাশেদুল হক চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারী, মডেল থানার পুলিশ সদস্যরা, আনসার প্রতিরক্ষা সদস্য, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ জেলা স্কাউট সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক কার্যক্রম, কোনো প্রতিষ্ঠানে, বসত-বাড়িতে, দোকানে বা বাজারে যে কোনো জায়গায় আগুন লাগলে ও প্রাকৃতিক কোনো ঘটনা ঘটলে কিভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হয়, সেই বিষয়ের উপর চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট মহড়া দেওয়া হয়।