
চাঁদপুর খবর রির্পোট: ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও ফরিদগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মা ইলিশ রক্ষা ও সংরক্ষন আইনের আওতায় মা ইলিশ সংরক্ষণে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গতকাল ১৩অক্টোবর মা ইলিশ রক্ষায় ফরিদগঞ্জে মোবাইল কোর্টে পরিচালনা করেন ও ৩মাছ ব্যবসায়ীকে জরিমানা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।
অভিযানে অবৈধভাবে মাছ বিক্রির দায়ে ৩ মাঠ বিক্রেতাকে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন, ১৯৫০ এর ধারা ৪ ভঙ্গের অপরাধে একই আইনের ৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০০০ টাকা করে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে নিষিদ্ধ সময়ে তাদের ইলিশ বিক্রয়ে পুনরায় পাওয়া গেলে কারাদণ্ড আরোপের শর্তে মুচলেকা নেওয়া হয়।
এসময় জব্দকৃত ১৮৮ কেজি ইলিশ মাছ ফরিদগঞ্জের কেরোয়ার রাওযাতুল কুরান মাদ্রাসা, কাছিয়াড়ার, কারীমিয়া আহম্মদিয়া কেরাতুল কোরান মাদ্রাসা ও এতিমখানা এবং চাঁদপুর সদরের সরকারি শিশু পরিবারের এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণের মাধ্যমে বিতরণ করা হয়।