চাঁদপুর জেলা পরিষদের সিত্রদের নিয়ে সভা

প্রেস বিজ্ঞপ্তি: দেশের বিভিন্ন জেলা পরিষদের সিত্রদের নিয়ে সভা ১২ অক্টোবর সকালে ঢাকার কাকরাইলে অনুষ্ঠিত হয়েছে।

সভার সভাপতিত্ব করেন, চট্টগ্রাম জেলা পরিষদের সিএ মোঃ ওয়াহিদুজ্জামান। সভা পরিচালনা করেন , নোয়াখালী জেলা পরিষদের সিএ জনাব আরেফিন ।

এ সময় চাঁদপুর জেলা পরিষদের সিএ শেখ মহিউদ্দিন আহমেদ, কুমিল্লা জেলা পরিষদের সিএ গোলদার আহমেদ, লক্ষ্মীপুর জেলা পরিষদের সিএ তানভীর বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন। দেশের বিভিন্ন জেলা পরিষদ থেকে ১৪জন সিএ সভায় অংশ নেন।

আলোচ্য সূচি অনুযায়ী wmÎগণ সভায় তাদের মতামত তুলে ধরেন। দীর্ঘ আলোচনার পর উল্লেখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত :
১/ দেশের সকল জেলা পরিষদের সিএ দের নিয়ে একটি ফেডারেশন গঠন করার সিদ্ধান্ত।

২/ ডিসি অফিসের ন্যায় পদ পরিবর্তনসহ সিএ দের উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ‌পদ পরিবর্তনকরণ সিদ্ধান্ত।

৩/ নিয়োগ বিধিমালায় সিএ দের শিক্ষাগত যোগ্যতা এইচ এসপি পাশ এর স্থলে স্মাতক পাশ বিধানকরণে সিদ্ধান্ত।

৪/ সিএ ফেডারেশন করে তাদের সকল ন্যায্য দাবী বাস্তবায়নের জন্য ফান্ড গঠন।

৫/ স্থানীয় সরকার বিভাগের ১৯৯২ সালের স্থানীয় সরকার বিভাগের গেজেটে সকল ফিডার পদে পদোন্নতি তে ১০ বছর বহাল রেখে বৈষম্যপূণ্য
২০০২ সালের গেজেট বাতিল/স্থগিত করণে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পত্র প্রেরণ করার জন্য জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সমিতির ১৯ অক্টোবর সভায় এজেন্ডাভুক্ত করার সিদ্ধান্ত।

৬/সিএ দেরসহ ও জেলা পরিষদের সকল কর্মকর্তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর নিয়ে একটি ডিরেক্টরী প্রকাশের সিদ্ধান্ত।
৭/ সকল জেলা পরিষদ এ প্রশাসনিক কর্মকর্তার পদ সৃষ্টি করে প্রকাশিত গ্রেডেশন তালিকানুযায়ী ৪৪ জনকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত।

৮/ আর যারা সভায় যোগদান করতে পারেন নি তাদের পরবর্তী সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

৯/ কেন্দ্রীয় কমিটিতে সিএ দের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখিত সকল সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ও জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতিকে পত্র দেয়ার সিদ্ধান্ত হয়।
আর কোন আলোচনা না থাকায় সভাপতি সফল এ সভার সমাপ্তি করেন।

সম্পর্কিত খবর