স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে জেলেদের মাঝে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে । জানাযায়,গতকাল ১২ অক্টোবর শনিবার এই ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।
নিয়ম অনুযায়ী প্রতি জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও চাল দেওয়ার শুরুতে কিছুটা নিয়ম মেনে বিতরণ করা হলেও সময়ের সাথে সাথে যেন চাল নিয়ে চাল বাজি শুরু হয়ে যায়।ধীরে ধীরে জেলেদের চাল কম দেওয়া শুরু হয়।ওই ইউনিয়নের একাধিক জেলে জানায়,প্রথমে ঠিক মতো চাল দিলেও এক পর্যায়ে ২০ কেজি এমনকি পরে ১৭-১৮ কেজি করে দেয়।এমনকি এক জেলের চাল ওজন দিয়ে দেখা যায় চালের পরিমাণ ১৭ কেজি ২৫৮ গ্রাম।
এবিষয়ে চান্দ্রা ইউপি সচিব বশির আহমেদ বলেন, আমি চাল দেওয়ার সময় ৩ বার চেক দিয়েছি।তিন বারই চালের পরিমাণ ঠিক ছিলো। কোন চাল কম দেওয়া হয়নি।
ট্যাগ অফিসার সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, চাল ২৪ কেজি আবার ২৩ কেজি করে দেওয়া হয়েছে।কিন্তু ১৭ বা ১৮ কেজি দেওয়া হয়েছে এমনটি দেখিনি। তবে মাঝে মাঝে আমাদের অনুপস্থিতিতে তারা কতটুকু দিয়েছে তা বলতে পারবোনা।
এবিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন, চাল কম দেওয়ার কোন সুযোগ নেই। এব্যাপারে আমাদের একটি কমিটি করে দেওয়া আছে।মৎস্য কর্মকর্তা সেই কমিটির আহবায়ক আর ইউপি সচিব সদস্য সচিব। সকলের উপস্থিতিতে চাল দেওয়ার কথা। যদি চাল কম দেওয়া হয় অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।