
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে চাঁদপুর সদর এবং হাইমচর থানায় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।
গত ১১ অক্টোবর চাঁদপুরের হাইমচর থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন,আপনারা ভারত গেলে যে পাসপোর্ট ব্যবহার করেন আমিও ভারত গেলে সে একই পাসপোর্ট ব্যবহার করি,আপনারা পৃথিবীর অন্য দেশে গেলে যে পাসপোর্ট ব্যবহার করেন,আমরা সেই পাসপোর্ট ব্যবহার করি,আপনি ভোট দিতে গেলে যে আইডি কার্ড ব্যবহার করেন,আমরাও ঠিক সেরকমই আইডি কার্ড ব্যবহার করি,আপনার নাগরিক সনদপত্র যে রকম আমাদের নাগরিক সনদপত্র ঠিক সে রকম, তাহলে আপনারা কেন আপনাদের সংখ্যালঘু ভাবছেন। আজকে থেকে আপনারা আর নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। আমাদের নেত্রী বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা কেহই সংখ্যালঘু সংখ্যা গুরু নই। আমরা সবাই বাংলাদেশী।
তিনি আরো বলেন আপনারা সবাই আগের মতই স্বতঃস্ফূর্তভাবে আপনাদের ধর্মীয় উৎসব গুলো পালন করুন কোন ভয় নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ।
এসময় চাঁদপুর জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও হাইমচর থানা বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।