বাবুরহাটে পূজা মণ্ডপে নাচতে না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হাতে কিশোর আহত

মহসিন হোসাইন: চাঁদপুর বাবুরহাটে পূজা মণ্ডপে নাচতে না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হাতে ১কিশোর আহত হয়েছে।

১১অক্টোবর (শুক্রবার) চাঁদপুর বাবুরহাট কলেজ রোড়ে অবস্থিত বাবুরহাট , শিলন্দিয়ায় সার্বজনীন পূজা উদযাপন পরিষদের স্বর্গীয় কুলদা প্রসাদ দে মহাশয়ের বাড়ির পূজা মণ্ডপে ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ৫আগস্টের ঘটনাকে কেন্দ্র করেই মঠখোলা ওয়াফদা গেটের ও দাসদীর ২০/২৫জন কিশোর বাবুরহাট ১৪নং ওয়ার্ডের কয়েকজনের উপর হামলা করে। পূর্বের রেশ কাটাতেই এই বিশৃংখলা করে তারা।

এতে নাঈম তালুকদার(২০), পিতা- জামাল তালুকদার,শিলন্দিয়া সদর চাঁদপুর নামে একজন আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এই ঘটনার পূর্বে- ১৪নং শিলন্দিয়া উত্তর মহল্লা কমিটির-বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ঐ কিশোরদের কে পূজা মণ্ডপে নাচতে মানা করেন। তিনি বলেন, আমি তাদেরকে বলেছি, এখানে তো হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য তাদের উদযাপন উপলক্ষে তারা নাচবেন। তোমরা এখানে কেন নাচবে।

এই কথা বলার পর প্রায় ২০/২৫ জন কিশোর একটি অটো রিকশা করে বাবুরহাট কলেজ রোড়ে এসে মারামারি শুরু করে দেয়। এক পর্যায়ে স্থানীয় কয়েকজন কিশোর বাধা দিতে গেলে সেখানে তাদের সাথে হাতাহাতি হয়। এতে নাঈম তালুকদার (২০) নামের এক কিশোর গুরুতর আহত হয়।

পরবর্তীতে মারামারির ঘটনা শুনে চাঁদপুর সদর থানার ওসি বাহার মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একটি মনিটরিং টিম তাৎক্ষণিক সেখানে পাঠানো হয়।

এই বিষয়ে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মহসিন মজুমদার বলেন,পূজা মণ্ডপে বিশৃংখলা সৃষ্টির লক্ষেই তারা এগুলো করেছেন। এসময় স্থানীয়দের সহায়তায় কিশোর গ্যাংয়ের কয়েকজনের নাম পরিচয় জানা যায়। পূজা মণ্ডপে বিশৃংখলা সৃষ্টিকারী কিশোর গ্যাংগরা হলেন- জয়(১৭)- পিতা-মৃত মোখলেছ মৃধা,দাসদী মিজান শেখের বাড়ীর পিছনে। তাপছীর(১৮)-পিতা- মনির মিজি,শীলন্দীয়া, মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের পিছনে, বাবুরহাট। তপু(১৭)পিতা- অজ্ঞাত, ওয়াফদা গেট, গাজী বাড়ি।

নাজমুল(২০),পিতা-অজ্ঞাত, ওয়াফদা গেট, গাজী বাড়ি,আরাফাত (২০),-(কিশোরদের ব্যাচ লিডার) পিতা-রবিউল, দাসদী,বাবুর হাট, চাঁদপুর। জিহাদ(১৭),পিতা- অজ্ঞাত, দাসদী, বাবুরহাট, চাঁদপুর। সাইমুন(১৮)- পিতা-কসাই সুমন- দাসদী,দিঘির পাড়,বাবুরহাট, চাঁদপুর,শ্রাবন(১৭) ,পিতা- মানিক , দাসদী, বাবুরহাট চাঁদপুর,আবু বক্কর(১৬), পিতা- অজ্ঞাত, কাজির বাজার, সদর চাঁদপুর ,তুহিন(১৭) , পিতা- অজ্ঞাত, দক্ষিন দাসদী, বাবুরহাট, চাঁদপুর।

রাহাত(১৭)- অজ্ঞাত, বিসিক শিল্প নগরী, আশিকাটি, চাঁদপুর তানজিল(১৭) ও তামিম(১৭)- পিতা- অজ্ঞাত, বিসিক শিল্প নগরী, আশিকাটি, চাঁদপুর সাব্বির(১৭)-(ভাড়াটিয়া) দেলোয়ার মালের বাড়িতে ভাড়া থাকে, পিতা- অজ্ঞাত, বড় গাছের কাছে, মতলব রোড়, চাঁদপুর।

সম্পর্কিত খবর