চাঁদপুর শহরের পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্যাহ সেলিমের নেতৃত্বে পুরাণবাজারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার(১১ অক্টোবর) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত তারা জেলার প্রধানতম বাণিজ্যিক এলাকা পুরানবাজারের বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এর মধ্যে রয়েছে ঘোষপাড়া দুর্গা পূজা মন্ডপ, হরিসভা মন্দির কমপ্লেক্সের দূর্গা পূজা মন্ডপ ও নিতাইগঞ্জ মন্দিরের দূর্গাপূজা ভন্ডপ। এ সময় বিএনপি নেতৃবৃন্দরা মন্ডপে মন্ডপে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং পূজা কমিটি কর্মকর্তা, ভক্তবৃন্দ ও পূণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, হাজী মোশাররফ হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ সিনিঃ সহ সভাপতি আফজাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর রশীদ, ঘোষপাড়া দুর্গা মন্দির ও পূজা মন্ডপের সঞ্জয় ঘোষ, রতন ঘোষ, হরিসভা মন্দির কমপ্লেক্সের দূর্গা পূজা কমিটি সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, নিতাই গঞ্জ মন্দির পূজা কমিটির সাধারণ সম্পাদক আশিস দেবনাথসহ অন্যান্য দুর্গপূজা কমিটির নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, দুর্গোৎসবকে সার্বজনীন করতে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর নির্দেশনায় প্রত্যেকটি মন্ডপে আমাদের স্বেচ্ছাসেবক দল নিয়োজিত আছে। আপনারা নির্বিঘ্নে পূজা অর্চনা করবেন। কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট যেন না হয় সেদিকে সকলে খেয়াল রাখবেন।

তিনি আরো বলেন, বিএনপি আপনাদের পাশে অতন্দ্র প্রহরী হিসেবে থাকবে। কোথাও কোন সমস্যা হলে শেখ ফরিদ আহমেদ মানিক ও আমাদের জানাবেন। চাঁদপুরে যদি হিন্দু ভাই বোনদের উপর কোন হামলার চেষ্টা করা হয় বিএনপি সেই কালো হাত ভেঙ্গে দিবে।আপনাদের অধিকার স্বাধীন ভাবে আপনারা সব কিছু করবেন। আপনাদের পূজা উদযাপন সফল হোক শান্তিপূর্ন হোক সেই প্রত্যাশা আমাদের থাকবে।আপনারা কোন ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। আমরা সবাই বাংলাদেশী।আমরা হিন্দু মুসলিম ভাই ভাই।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সাবেক পৌর কমিশনার নজু বেপারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ বেপারী, সাধারন সম্পাদক আসলাম তালুকদার, সহ সভাপতি আনোয়ার মাঝি ,২ নং বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বেপারী, সাধারণ সম্পাদক তাছির বেপারী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,

বিএনপি নেতা মোক্তার বেপারী মুক্কু, যুবদল নেতা সোহেল গাজী, ওয়ার্ড যুবদলের সাবেক নেতা জামাল মোল্লা, কামাল মজুমদার , হুমায়ুন বেপারী, যুবদল নেতা চুন্নু খান, বাদশা হাওলাদার, রফিক মিজি, জাহাঙ্গীর মুন্সি, মিহির মল্লিক, আলামিন, শাহ আলমসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সম্পর্কিত খবর