শাহতলী বাজারে মৈশাদী ইউনিয়ন বিএনপির উপ-কার্যালয় উদ্বোধন

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির উপ-কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

১১অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় শাহতলী বাজারে মৈশাদী ইউনিয়ন বিএনপির উপ-কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সফিকুর রহমান ভূইয়া।
মৈশাদী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নুরুল আমিন খান পিন্টু’র পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, জেলা কৃষকদলের সহ-সভাপতি তৌফিকুল ইসলাম তপন খান,

৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, জেলা বিএনপির সদস্য খান আব্দুস সাত্তার মাষ্টার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার, যুবদলের সভাপতি বাবুল মৃধা কালু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৈশাদী ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল খান, ইউনিয়ন বিএনপি নেতা মো: মফিজুর রহমান খান মুকুল, ইউনিয়ন বিএনপি নেতা মো: রতন সরকার, ইউনিয়ন বিএনপি নেতা মোজ্জাম্মেল মজুমদার, মৈশাদী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক,

মৈশাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: রুবেল বেপারী, সাধারণ সম্পাদক ফয়সাল খান, সাবেক ছাত্র নেতা ইমরান হোসেন ইমু, মৈশাদী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাউছার হোসেনসহ ইউনিয়স বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে দোয়া, মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহতলী রেল গেইট জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা নাজির হোসাইন।

সম্পর্কিত খবর