চাঁদপুর জেলা ওলামা দলের কমিটি বিলুপ্ত

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চাঁদপুর জেলা কমিটি বিলুপ্ত করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় কমিটি। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে অচিরেই উক্ত জেলা সমূহে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি গঠন করা হবে বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাও. কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাও. মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা, চাঁদপুর জেলা, ব্রাহ্মনবাড়িয়া জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর