
সমির ভট্রাচার্য্য : আজ মহা অষ্টমী কাল অনুষ্ঠিত হবে নবমী ও দশমী পূজা । গত ৯ অক্টোবর শুভ ষষ্ঠির মধ্যদিয়ে শুভারম্ব হয় ৫ দিন ব্যাপী দূর্গাপুজা। পরশু রবিবার প্রতিমা বিসর্জনে মধ্যদিয়ে সমাপ্ত হবে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্টান শারদীয় দূর্গাউৎসব ।
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এ বছর চাঁদপুর জেলায় ২২২ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব। এ উৎসবকে কে কেন্দ্র করে প্রতিটি মন্দির এ নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি ।
বিভিন্ন মন্ডপ ঘুরে দেখাগেছে গত বছরের চেয়ে এ বছর দর্শনার্থীদের উপস্থিতি অনেক কম । তবে আগামী তিন দিন দর্শনার্থীর উপস্থিত বাড়বে বলে মনে করছেন আয়োজকরা ।
বুধবার সকাল ৮টা ৪৪ সেকেন্ডের মধ্যে মহাষষ্ঠী কল্পনারম্ভ শেষ করতে হবে। সায়ংকালে দেবীর অধিবাস ও আমন্ত্রণ। পরদিন বৃহস্পতিবার সকাল ৭টা ৫৩ মিনিট ২৭ সেকেন্ডের মধ্যে দেবীর মহাসপ্তমী পুজা শেষ করতে হবে। ১১ অক্টোবর শুক্রবার সকাল ৬টা ৫২ মিনিটের মধ্যে মহাষ্টমী পূজা এবং ৬টা ৫২ মিনিটে আরস্ত, এরপরেই কুমারী পূজা।
পরে ৭টা ৪১ মিনিটের মধ্যে সন্ধী পূজা শেষ করতে হবে। ওইদিনই সকাল ৭টা ৪১ মিনিট পর মহানবমী আরস্ত ও ৯টা ৫৭ মিনিটের মধ্যে মহানবমীর বিহিত পূজা শেষ করতে হবে। ১২ অক্টোবর শনিবার ৬টা ১২ মিনিটের মধ্যে মহানবমীর বিহিত অধিক পূজা শেষ করতে হবে। একই দিন সকাল ৭টা ৩৭ মিনিট গতে পূর্বাহ্নের মধ্যে দশমী পূজা সমাপন এবং দশমী পূজা সমাপনান্তে বিসর্জন।
১৩ অক্টোবর রবিবার প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী শারদোৎসব। দেবী দুর্গা এবার ধরণীতে আসছেন দোলায় চড়ে। ফিরবেন ঘোটকে করে।
সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ।এদিকে, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারের দুর্গাপূজা ঘিরে ব্যাপক তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই উৎসব উপলক্ষে দেশজুড়ে পূজামণ্ডপ গুলোতে থাকবে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে জেলার প্রতিটি পূজামণ্ডপে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। এছাড়া প্রতিটি মণ্ডপে পূজা চলাকালে সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল ঘোষ বলেন জেলায় ২২২ টি পুজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে শারদীয় দূর্গাপুজা ।
পূজা উদযাপনে জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন , পুলিশ সুপার আব্দুল রকিব ও সেনা বাহির লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্রজেম হোসেন সর্বক্ষনিক মনিটরিং করছেন । পরিশেষে তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন ।