
স্টাফ রিপোর্টার : নীলকমল নৌ পুলিশের আয়োজনে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন মৎস্য আড়ত ঘাটে আয়োজিত ২০২৪ অর্থবছরে মা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকপ্লের আওতায় মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে জেলেদেরকে নিয়ে সচেতমূলক সভা অনুষ্ঠিত হয়।
১০’ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চরভৈরবী মাছ ঘাটে মা ইলিশ রক্ষায় সচেতনতা মূলক সভায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ এর সভাপতিত্বে ও নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির ইনচার্জ আঃ মুন্নাফ এর পরিচালনায়, সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথি জেলা প্রশাসক বক্তব্যে বলেন, “ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আপনারা দয়া করে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন। এই সময় বরফ কলগুলো বন্ধ থাকবে এবং অবৈধভাবে ইলিশ বিক্রি হওয়া বাজারগুলো মনিটরিং করা হবে। ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ইলিশের প্রজনন নিশ্চিত করা যায়। ২৪ ঘন্টা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।”
নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান তার বক্তব্যে জানান, নৌ পুলিশ এই প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে এই অভিযান বাস্তবায়ন করতে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, “মা ইলিশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে। তাই এই নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করছি।
অন্যান্য অতিথি বক্তাগন তাদের বক্তব্যে নৌ পুলিশকে সহযোগিতার মাধ্যমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমেদ পিপিএম সহকারী পুলিশ সুপার নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী, উপজেলা নির্বাহী মেজেস্ট্রিট (ভুমি) নিরুপম মজুমদার, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন। এসময় উপস্থিত ছিলেন চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন হাওলাদার, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান হাওলাদার, উপজেলা মৎস্য জীবীদলের সভাপতি রেজাউল বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ফকির, ইউনিয়ন মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ নীলকমল নৌ পুলিশের সকল নেতৃবৃন্দও জেলে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এসময় নীলকমল নৌ পুলিশ ফার্ডির ইনচার্জ আঃ মুন্নাফ বলেন,মা ইলিশ জাতীয় সম্পদ,মা ইলিশ রক্ষার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।জেলেদের সরকার এই নিষেধাজ্ঞা সময়ে বিভিন্ন প্রকার প্রণোদনা দিয়ে থাকে।আপনারা এই নিষেধাজ্ঞা সময়ে নদীতে নামবেন না,যাঁরা নদীতে নামবেন তাহাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর হস্তে দমন করবে।