কচুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া : কচুয়ায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে বিনা মূল্যে পোনা মাছ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামারে চাষীদের মাঝে ৫ কেজি করে ১৬০ জনকে সর্বমোট ৮০০ কেজি পোনামাছ বিতরণ করেন প্রধান অতিথি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাওকাত হোসেন সুমন, সিনিয়র উপজেলা মৎস্য সহকারি অফিসার জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান বলেন, বন্যায় কচুয়ার দক্ষিন অঞ্চলে মৎস্য চাষীদের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার ১৬০জন প্রান্তিক মৎস্য চাষি প্রতিজনের মাঝে ৫ কেজি করে ৮০০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর