
মহসিন হোসাইন: চাঁদপুর সদর উপজেলার মূল শহর বলতে গেলে মূলত কালীবাড়ি কেই বুঝায়। ব্যবসা বলি আর কেনাকাটা যাই বলি না কেন, শহরের মূল ফটক ও ব্যাস্ত তম জায়গা এই কালীবাড়ি ও পালবাজার এরিয়া।
গতকাল ১০অক্টোবর (বৃহস্পতিবার) চাঁদপুর শহরের যানজট জনিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে যে, শহরের যানজটের মূল কারণ হচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যানে করে কাঁচা তরিতরকারি থেকে সবকিছুই বিক্রি করছেন এই হকার ব্যাবসায়ীরা।
তাদের (হকারদের)কারণেই মূলত শহরের কালীবাড়ি, পাল বাজার এরিয়াসহ মিশন রোড়ের মোড়, বাস স্ট্যান্ড -ব্যাঙ্ক কলোনী মোড়সহ অসংখ্য জায়গায় শহরের আনাচে-কানাচে সবখানেই যানযট সৃষ্ট হচ্ছে।
একটা সময় দেখা যেতো শহরের ছোট ছোট অলিতে গলিতে ঢুকে ভ্যানে করে এই হকাররা তরিতরকারি বিক্রি করতো। কিন্তু এখন এমন একটা পর্যায় এসেছে যে, এরা শহরের মূল পয়েন্টের মধ্যে ব্যাবসা করছে। না আছে দোকান ভাড়া, না রয়েছে পৌর সভার কোনো অনুমতি। অথচ সরকারী জায়গা মেইন রোড় দখল করেই দিন রাত ব্যাবসা করে যাচ্ছে এবং শহরে যানবাহন চলাচলে বিঘ্নতা ঘটাচ্ছে।
যখন তখন করে যাচ্ছেন অবাধ আচরণ। কিছু বললেও এরা কাউকে তোয়াক্কা করেন না। বিশেষ করে, কালীবাড়ি হকার্স মার্কেটের কালভার্ট ব্রিজের গোড়া থেকে শুরু করে, পাল বাজার ব্রিজের গোড়া পর্যন্ত এদের নিজেদের আয়ত্তে।
রাস্তার দু’পাশে এমনভাবে ভ্যান নিয়ে বসে আছেন যেন পৈতৃক সম্পত্তি বললেই চলে।
চাঁদপুর পৌরসভার পক্ষ হতে কিছুদিন পর পর একটু তাড়া দিলেও সেভাবে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এদের বিরুদ্ধে।
চাঁদপুর শহরের কালীবাড়ি এরিয়াটা শহরের মূল ফটক হওয়াতে এখানেই যতো মূল্যবান ক্রয় বিক্রয়ের স্থান এবং ব্যাঙ্ক, বিভিন্ন অফিস, ডাক্তার চেম্বার সহ যে কোনো প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য মার্কেট গুলোও এখানেই বেশিরভাগ রয়েছে। তাই এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এটা সকলেই জানেন।
কিন্তু এই গুরুত্বপূর্ণ জায়গাটির কোনো সংস্কার নেই। নেই কোনো প্রয়োজনীয় ব্যাবস্থা। এই কালীবাড়ি রাস্তা হয়েই যেতে হয়, সদর হাসপাতালে এবং সদর মডেল থানায়। যেতে হয় উপজেলা রেজিস্ট্রি অফিসে এবং জেলার পোস্ট অফিসটিতেও এই রোড়েই যেতে হয়। এছাড়াও চাঁদপুর প্রেসক্লাব, জেলা পরিষদের প্রধান নির্বাহীর বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন এবং চাঁদপুর ক্লাব সহ আরো আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস ও স্কুল এন্ড কলেজে যেতে হয় এই রোড়ে।
তাই এতো গুরুত্বপূর্ণ একটি জায়গাতে সকলের আসা যাওয়ার জন্য রাস্তা পর্যাপ্ত যানযট মুক্ত থাকা দরকার বলে মনে করেন সাধারণ জনতা। এই বিষয়ে চাঁদপুর পাল বাজার কাঁচা তরিতরকারি কিনতে আসা একজনকে জিগ্গেস করলে তিনি বলেন, এই জায়গাটিতে সারা বছর এই রকম ই থাকে।
আদৌ কোনো পরিবর্তন দেখিনা। কয়েকজন দোকানী ব্যাবসায়ী বলেন, আমাদেরও ব্যাবসার অনেক ক্ষতি হয় এতে। লোকজন বাজার করার পর ভালোভাবে আসা যাওয়া করতে পারছেন না এবং দেখা যায় এই যানযটের কারণে অনেক ক্রেতা আসতে চায়না এখানে।
বিরক্তিকর মনে করে এবং যানজটের ভয়ে ক্রেতারা অন্য মার্কেটের দিকে ঝুঁকে যাচ্ছে দিন দিন।
তাই সাধারণ মানুষের চলাচল ও শহরের দোকানী ব্যাবসায়ীদের সুবিধার্থে শহরের কালীবাড়ি ও পালবাজার এরিয়া সহ মূল ফটক গুলোতে হকার মুক্ত দেখতে চায় সাধারণ মানুষ।
এই বিষয়ে চাঁদপুর সদর উপজেলার পৌর প্রশাসকের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন শহরবাসী।