
স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন ও তাদের সার্বিক খোজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,ফেরদৌস আলম বাবু,ডিএম শাহজাহান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ,
সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী,চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল,সম্পাদক স্বামী স্থিরাত্মা নন্দ,পালপাড়া শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির দূর্গা পূজা মন্ডপের উপদেষ্টা অজয় কুমার ভৌমিক,অধ্যাপক রঞ্জিত, সভাপতি নির্মল পাল, সাধারন সম্পাদক সঞ্জয় কুন্ড,
লোকনাথ ব্রহ্মচারী মন্দির পূজা কমিটির সভাপতি মদনমোহন রায়, সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু দেওয়ান,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিন তিনি কালিবাড়ি মন্দির, কদমতলা দুর্গাপূজা মন্ডপ, গোপাল জিউর আখড়া,শ্রী শ্রী দূর্গা মন্দির, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন,পালপাড়া মন্দির ,প্রতাপসাহা বাড়ির মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।