চাঁদপুরের নবাগত সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন

চাঁদপুর খরব রিপোর্ট : চাঁদপুরের নবাগত সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে চাঁদপুরের নবাগত সিভিল সার্জন পদে ডা. মোহাম্মদ নূর আলম দীন পদায়ন আদেশ জারি করেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে সহকারী পরিচালক ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা সংযুক্ত : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোহাম্মদ নূর আলম দীনকে নিযুক্ত করেন। যার স্মারক নং ৪৫.০০.০০০০.১৪৮.১৯.০০৩.২৩-৬৩৪, তারিখ : ০৮-১০-২০২৪।

প্রসঙ্গত , চাঁদপুরের বিতর্কিত সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে ওএসডি করা হয়।

সম্পর্কিত খবর