চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে ওএসডি

চাঁদপুর খরব রিপোর্ট : চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে ওএসডি করা হয়। যার স্মারক নং ৪৫.০০.০০০০.১৪৮.১৯.০০৩.২৩-৬৩৪, তারিখ : ০৮-১০-২০২৪।

গত কয়েকদিন যাবৎ চাঁদপুর স্থানীয় ও জাতীয় পত্রিকারয় চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। “ছাত্রলীগ নেতা পরিচয় দেয়া আ’লীগ মনোনীত চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন এখনো বহাল তবিয়তে” শীর্ষ শিরো নামে সংবাদ প্রকাশিত হয়। বহাল তবিয়তে দায়িত্বে থাকা আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন। নিয়োগের পর থেকে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে যিনি নিজেকে নিজ জন্মস্থান এলাকার সাবেক ছাত্রলীগ হিসেবে ক্যাডার পরিচয় তুলে ধরতেন।

জানা যায়, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার ভাই ডাঃ জে আর ওয়াদুদ টিপুর হস্তক্ষেপে ডাক্তার মোঃ শাহাদাত হোসেন ২০২১ সালের ২১ নভেম্বর চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে তার কর্মস্থলে যোগদান করেন। তারপর থেকেই তিনি রাজনৈতিক প্রভাবকে পুঁজি করে বিভিন্ন আচার অনুষ্ঠানে নিজেকে তার নিজ এলাকার ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে পরিচয় তুলে ধরেন। তিনি আওয়ামীলীগ মন্ত্রীর মাধ্যমে সিভিল সার্জন হিসেবে পদোন্নতি হওয়ায় কাজের ক্ষেত্রে কোন স্বাস্থ্য বিভাগের তেমন কাউকেই তিনি তোয়াক্কা করতেন না।

এমনকি চাঁদপুরে যেকোনো স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানসহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও তিনি অধিকাংশ সংবাদকর্মীদের কাছেও নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। যার প্রমাণ বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ফুটেজে রয়েছে। গত ৫ আগস্টের পরে চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনের পদত্যাগের দাবি তুলে সারা দেশের সাথে চাঁদপুরেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সংস্কার চালিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররা।

প্রসঙ্গত, ডাক্তার মোঃ শাহাদাত হোসেন গত ২১ নভেম্বর রোববার দিন সিভিল সার্জন হিসেবে তার কর্মস্থলে যোগদান করেন। এরপূর্বে তিনি কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে ডেপুটি সিভিল সার্জন হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি পদোন্নতি পেয়ে চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন বলে জানা গেছে।

সম্পর্কিত খবর