
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরে দুটি নাশকতার মামলায় গতকাল ৯ অক্টোবর এ পর্যন্ত ২২ জন আওয়ামীলীগের নেতা-কর্মীকে আটক করেছে মডেল থানা পুলিশ ।
দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেন এসআই মকবুল হোসেন। দুটি নাশকতা মামলার মধ্যে মডেল থানা মামলা নং ১১ তাং ১৫.৮.২০২৪ খ্রি: মামলায় আটক ১৪জন এবং মডেল থানা মামলা নং ১৯তাং ২৪.৮.২০২৪ খ্রি: মামলায় আটক ৮জন ।
এসআই মকবুল হোসেন দৈনিক চাঁদপুর খবরকে জানান ,চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়ার নির্দেশে গুরুত্বপুর্ন এই মামলা তদন্ত করছি এবং এজহারভুক্ত আসামী ও অভিযুক্ত সন্দেহ জনক আসামীদের গ্রেফতার অব্যাহত রয়েছে ।এ পর্যন্ত উক্ত দুটি মামলায় এ পর্যন্ত ২২ জন আওয়ামীলীগের নেতা-কর্মীকে আটক করেছি ।
এর মধ্যে বেশীরভাগ আটক আসামীদের রিমান্ড নিয়েছি । ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের কাছ থেকে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে ।
এদিকে জানা গেছে,উক্ত দুটি মামলায় উল্লেখযোগ্য প্রধান প্রধান আসামীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারিনি মডেল থানা পুলিশ । পুলিশের বক্তব্য প্রধান প্রধান আসামীরা গা’ঢাকা দিয়েছে কিংবা আত্নগোপনে রয়েছে । তবে অভিযান জোরদার করা হয়েছে । যে ভাবেই হোক তারা গ্রেফতার এড়াতে পারবে না ।