
হাজীগঞ্জ প্রতিনিধি : ২০২৪-২৫ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে হাজীগঞ্জে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকালে হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটের মাছ বাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। আগামি ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
রিফাত জাহান বলেন, সংরক্ষণকালীন সময়ে মধ্যে ইলিশ আহরন, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।
এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কমপক্ষে এক বছর সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজারস্থ ফাইভস্টার মৎস্য আড়তের সত্ত্বাধিকারী ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল,
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, মৎস্য আড়ৎদার ও মাছ ব্যবসায়ী শাহআলম চৌধুরী। মৎস্য কার্যলয়ের ক্ষেত্র সহকারী নওরীন দীনা মোস্তারীনের উপস্থাপনায় এসময় মৎস্য ব্যবসায়ী ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আর্জিল হোসেন দিনারসহ হাজীগঞ্জ বাজারের মৎস্য আড়ৎদার ও মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মাছ ব্যবসায়ীসহ জনসাধারণেরের মাঝে সচেতনামূলক লিপলেট বিতরণ ও মাছ বাজারে ব্যানার টানিয়ে দেওয়া হয়।