
চাঁদপুর খবর রিপোর্ট : নাশকতা মামলায় এজহারভুক্ত আসামী চাঁদপুর শহরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল মোল্লাকে আটক করেছে মডেল থানা পুলিশ।
গতকাল দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্যটি নিশ্চিত করেন মডেল থানার এসআই আওলাদ হোসেন ও এসআই মকবুল হোসেন।
জানা গেছে, গতকাল শহরে মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল মোল্লা পিতা: বারেক মোল্লা কোড়ালিয়া রোড চাঁদপুরকে আটক করতে সক্ষম হন।
মডেল থানার এজহার নং ১১ তাং ১৫.৮.২০২৪ মামলায় তাকে আটক দেখানো হয়েছে। মডেল থানা সূত্রে জানা গেছে, আটক আসামী ফয়সাল মোল্লার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানাবে তদন্তকারী কর্মকর্তা ।