চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড টিসিবির খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জনগণের জন্য বরাদ্দ কৃত টিসিবির খাদ্য সামগ্রী গতকাল ৯ অক্টোবর বুধবার দুপুরে চাঁদপুর শহরের পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ১০ নং ওয়ার্ড এলাকাবাসীর মাঝে ডিলার কর্তৃক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ মহিলা সম্পাদিকা ফারজানা পারভীন লাকী, সদর থানা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার শানু, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী, সহ দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ,

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল, পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ পাটওয়ারী, সহসাধারণ সম্পাদক শাহ আলম কিরন, পৌর ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক অয়ন তালুকদার প্রমূখ।

উল্লেখ : আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল এই প্রথম চাঁদপুর শহরের পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ১০ নং ওয়ার্ড এলাকাবাসীর মাঝে ডিলার কতৃক বিতরণ করা হয়। টিসিবির নিত্য প্রয়োজনীয় পন্যের খাদ্য সামগ্রী ৫ কেজি চাল, ২ লিটার তৈল ও ২ কেজি ডাল দেওয়া হয়।

সম্পর্কিত খবর