ফরিদগঞ্জ রূপসা উত্তর ইউনিয়নের ৬ ও ৯ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মামুন হোসাইন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে ৯ অক্টোবর বুধবার দক্ষিণ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের ৬ ও ৯ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন ভূঁইয়া সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র জনাব মঞ্জিল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটোয়ারী। উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন (নফর আলী মুন্সী), হুমায়ুন কবির টিপু।পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ, বিএনপি নেতা আবদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন তালুকদার, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন রুবেল, দেলোয়ার হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল, সদস্য সচিব মাহামুদ হাসান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.রাজু হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক রিপন, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজি, দলখবাজির স্থান নেই। যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবে অথবা দখলবাজি করবে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে। এটা আমাদের তারেক জিয়ার এবং আলহাজ্ব এম.এ হান্নান সাহেবর নির্দেশ।

অতএব সবাই সাবধান হয়ে যান। যে ভুল আওয়ামীলীগ করেছে, সেটা বিএনপি করবে না। আওয়ামী লীগ ভুল করছে তাদের কর্মের ফল তারা ভোগ করবে তাদের নেত্রী এক কাপড়ে পালাইছে।

সম্পর্কিত খবর