কল্যাণপুরে জন্ম ধারেনি মাকে বসতঘর থেকে বের করে দিল ছেলে

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে এ কেমন বর্বরতা বৃদ্ধা ৮০ বছর বয়সি আপন মাকে বসত ঘর থেকে বের করে দিলো ছেলে ও তার পুত্রবধূ। রান্না করার পাকের ঘরে খাট বিছিয়ে ঘুমানোর স্থান করে দিল বৃদ্ধা মাকে।

মানবতা আজ কোথায় গেল ছেলের বিল্ডিং ঘরে স্থান হলো না মায়ের। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের চকের মোড় রঙ্গেরগাঁও গ্রামের হাজী বাড়িতে।

৮০ বছর বয়সী মা নূরজাহান লালমতিকে দূর দূর করে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল ছেলের বউ।

বৃদ্ধা নুরজাহান বেগমের স্বামী কাজল গাজী ২৪ বছর পূর্বে মারা যাওয়ার পর অবহেলার ও নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তার।

পাকের ঘরে প্রচন্ড গরমে থেকে অসুস্থ হয়ে পড়েছে নুরজাহান। মায়ের কষ্টের কথা শুনে দৌড়ে ছুটে আসে তার আপন মেয়ে বিউটি বেগম।

পাকের ঘরে অসুস্থ অবস্থায় মাকে দেখতে পেয়ে হাউমাউ করে কান্নাকাটি করে জড়িয়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে মেয়ে।
কিন্তু ছেলে ও ছেলের বউর হাতে নির্যাতনের শিকার হওয়ার ঘটনা জানাজানি হওয়ার আশঙ্কায় সেই বৃদ্ধ মাকে যেতে দেয়নি।

বৃদ্ধা নুরজাহান লালমতি বেগমের দুই ছেলে ও ৭ মেয়ে রয়েছে। তার বড় ছেলে ইব্রাহিম গাজী সিএনজি চালক ও ছোট ছেলে ফারুক গাজী কল্যাণপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের চাকরি করে।

অনাহার অনিদ্রায় ও অসুস্থ থাকা নুরজাহান লালমতি বেগম তার বড় ছেলে ইব্রাহিমের বিল্ডিং ঘরে থাকতো। কিন্তু ইব্রাহিমের স্ত্রী রুশিয়া বেগম ও তার ছেলে রাজুর স্ত্রী সুইটি বেগম ব্যাপক নির্যাতন চালিয়ে বৃদ্ধা নুরজাহানকে বের করে দেয়। পরে ঘরের পাশে রান্নাঘরে খাট বিছিয়ে সেখানে শুতে দেয়। অমানবিক নির্যাতনের প্রতিবাদ করায় বড় ছেলের বউ ও ছোট ছেলে গ্রাম পুলিশ ফারুকের স্ত্রী খাদিজা বেগম নির্যাতন চালায় বলে অভিযোগ করেন বৃদ্ধা নুরজাহান।

মায়ের কষ্টের কথা শুনে মেয়ে বিউটি বেগম বাবার বাড়িতে আশার পর তার বড় ভাই ও ভাইয়ের ব্যাটা হাবিব হুমকি দেয়।
এই ঘটনায় মেয়ে বিউটি বেগম জানায়, বাবা মারা যাওয়ার পর মাকে অবহেলা ও নির্যাতন চালায় দুই ভাই ও তার পরিবার। মাকে ঘর থেকে বের করে দিয়ে রান্নাঘরে রাখার ঘটনা জানতে পেরে ছুটে এসে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেয়।
মাকে নির্যাতনের ঘটনায় ভাই ও তাদের পরিবারের বিচারের দাবি জানান মেয়ে বিউটি বেগম।

এই হৃদয়বিদারক ঘটনাটি সুস্থ তদন্ত করে ছেলেদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।

সম্পর্কিত খবর