চাঁদপুরের নবাগত পিবিআই পুলিশ সুপার একেএম মহিউদ্দিন সেলিম

আহম্মদ উল্যাহ : চাঁদপুরের নবাগত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার একেএম মহিউদ্দিন সেলিম।

মঙ্গলবার (৮ অক্টোবর) তিনি যোগদান করেন। তিনি ২০২১ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে থেকেই চাঁদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন।

একেএম মহিউদ্দিন সেলিমের গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগরের গুঞ্জরে হলেও বাবার চাকরির সূত্র ধরে শিশু এবং শৈশবকাল কেটেছে দেশের বিভিন্ন স্থানে। যে কারণে স্কুলে পড়া অবস্থায় নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করতে হয়েছে তাকে। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর ভর্তি হন নগরীর আগ্রাবাদ এলাকায় সরকারি কমার্স কলেজে।

সেখান থেকে এইচএসসি, বিকম এবং এম কম পাস করেন। মহিউদ্দিন সেলিমের বাবা আবু তাহের মোল্লাও ছিলেন পুলিশ কর্মকর্তা। দুই ভাই, চার বোনের মধ্যে সবার বড় এ কে এম মহিউদ্দিন সেলিম ১৯৯০ সালে ক্যাডেট এসআই পদে যোগ দেন।

২০০৭ সালের জানুয়ারি মাসে তিনি পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকাকালীন চট্টগ্রাম মহানগরীতে চাঞ্চল্য সৃষ্টিকারী সূত্রবিহীন অন্ত:ত তিনটি ঘটনার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

নিজের কর্মদক্ষতায় দক্ষতার স্বীকৃতি হিসেবে সিএমপির ‘বেস্ট ইন্সপেক্টর’ হিসেবে সনদপত্র গ্রহণ করেন তিনি। শুধু চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তি নয়, পেশায় যোগদানের পর থেকে একেএম মহিউদ্দিন সেলিমের অস্ত্র উদ্ধার এবং তারকা সন্ত্রাসী-অপরাধী গ্রেফতারের ক্ষেত্রেও একেএম মহিউদ্দিন সেলিমের সাফল্যের তালিকাটা দীর্ঘ।

প্রসঙ্গত : মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ পিপিএম এর বিদায় সংবর্ধনা উপলক্ষে সাংবাদিকদের সথে মতবিনিময় করেন। তিনি নারায়নগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার পদে বদলী হয়।

সম্পর্কিত খবর