
চাঁদপুর খবর রির্পোট: নাশকতা মামলার অভিযুক্ত চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুনছুর আহমেদ আটক করা হয়েছে।
আটককৃত আসামীর পিতার নাম আ: খালেক গাজী, মাতা-তাজিমুন নেছা, সাং-বহরিয়া, খালেক গাজী বাড়ি, চাঁদপুর সদর, চাঁদপুর।
৭ অক্টোবর রাতে ওয়ারলেস বাজার এলাকার নিজ বাড়ি থেকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুনছুর আহমেদ কে গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ, রাশেদ ও মকবুল।
পরে এদিন চাঁদপুর এর চাঁদপুর মডেল খানার এফআইআর নং-১১, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭১, ধারা-১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩৪১, ৪২৭, ৪৩৬, ৩৮০, ৫০৬(২), ১০৯ পেনাল কোড-১৮৬০ এ দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
আটককৃত অভিযুক্ত চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসামী মুনছুর আহমেদকে ১০ দিনের রিমান্ড আবেদন জারিয়েছে পুলিশ ।