অবশেষে চাঁবিপ্রবি’র সেই বিতকিত ভিসি ড. মো. নাছিম আখতারকে অব্যাহতি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য পদ থেকে সেই বিতকিত বহুল আলোচিত অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় তাকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করার নিমিত্তে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের সদয় অনুমতি প্রদান করেছেন।

এদিকে, আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলো চাঁদপুর বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধও করেছেন শিক্ষার্থীরা।

সম্পর্কিত খবর