
সজিব খান : ঢাকা চাঁদপুর ভায়া হাজীগঞ্জ রোডে পদ্মা এক্সক্লুসিভ বাসে যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঢাকা সায়দাবাদ থেকে একমাত্র চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা বাসগুলো স্টাফদের নিজেদের সুবিধার জন্য মাঝ রাস্তায় হাজীগঞ্জ বাজারে যাত্রীদের নামিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
এতে করে ঢাকা থেকে চঁাঁদপুরে আসা চাঁদপুরগামী যাত্রীগণ মারাত্মক অসুবিধায় সম্মুক্ষিন হতে হচ্ছে। বিশেষ করে যাত্রীদের সাথে থাকা ছোট ছোট শিশু এবং বয়-বুদ্ধ আপন জন ও নিজেদের মালামাল নিয়ে ব্যাপক হারে বেকায়দায় পড়তে হচ্ছে। কিছু বললেই তারা যাত্রীদের সাথে অসৎ আচার করে বলে যাত্রীরা জানিয়েছে।
ঢাকা থেকে চাঁদপুরে চাঁদপুর কুমিল্লা মহাসড়কে একমাত্র পদ্ম বাসটি এখন পর্যন্ত চালু রয়েছে। ঢাকা থেকে চাঁদপুরে আসার পথে হাজিগঞ্জে অনেক সময় পদ্মবাস এসে স্টপিজ বন্ধ করে, এতে করে চাঁদপুরের যাত্রীরা নিরুপায় হয়ে সিএনজিসহ বিভিন্ন মাধ্যমে তাদের গন্তব্য স্থানে তেহে হচ্ছে।
নিরাপদে চাঁদপুরের যাত্রীরা যাতে চাঁদপুরে আসতে পারে তার জন্য তারা বার বার পদ্মা বাসেরর কর্তৃপক্ষকে বলে ও কোন প্রকার লাভ হয়নি বলে যাত্রীরা জানিয়েছে।
একাধিক যাত্রী সংবাদ মাধ্যমকে জানান, পদ্মাবাসের স্টাফরা প্রায় সময় যাত্রীদের মাঝ পথে নামিয়ে দিচ্ছে, নিজেদের ইচ্ছে মত তারা যাত্রীদের সাথে আচারন করছে। পদ্মা বাসের যাত্রী হয়রানির শিকার যেন আর না হতে হয় সে জন্য যাত্রীদের জানমালসহ নিজেদের নিরাপত্তার স্বার্থে যাত্রীরা চাঁদপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।