ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর মাঠে পথ সভা

শামীম আহম্মেদ জয় : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর গ্রামে আমাদের বিএনপির নেতাকর্মীদের উপর যারা হামলা করেছে তাদের আমরা চিনি। আপনারা আওয়ামীলীগ করেছেন কেউ কিছু বলেনি, কিন্তু এলাকায় থেকে আমাদের নিরহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করবেন আর আমরা চুপ করে বসে থাকবে তা হতে পারে না। এখনও সময় আছে সাবধান হয়ে যান।

গত ১৬ বছর সৈরাচার শেখ হাসিনার আমলেও আপনারা একই কাজ করেছেন,ভয়ে কেউ প্রতিবাদ করেনি। এখন সময় এসেছে প্রতিবাদ করার। ক্ষমতার অপব্যবহার করেছেন, এবার ভালো হয়ে যান। আপনাদের অন্যায় অত্যাচার আর সহ্য করা হবে না।
গত ৬ অক্টোবর বিকেলে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর মাঠে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.মোহাম্মদ জালাল উদ্দীন এ কথা বলেন। তিনি আরও বলেন, অন্যায়কারী যতই শক্তিশালী হউকনা কেন তাদের ছাড় দেওয়া হবে না। কেউ অন্যায় করলে আইন আছে তাদের আইনের হাতে সোর্পদ করবেন। নিজের হাতে আইন তুলে নিবেন না।

সামনে আসছে দুর্গাপূজা। এই পূজায় বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা প্রতিমা পাহাড়া দিবেন, কোন দুষ্কৃতকারী যেন বিশৃঙ্খলা করতে না পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক বৃহত্তর মতলব উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. ফজলুল হক সরকার হান্নান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নূরুল হক জিতু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ন আহবায়ক রাশেদ জামান টিপু, ছাত্র দলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা কর্মীা।

উল্লেখ্য গত ৪ঠা অক্টোবর শুক্রবার সকালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করেছে।

সম্পর্কিত খবর