দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় ৫ অক্টোবর ২০২৪ইং তারিখের শেষ পৃষ্ঠায় রেলওয়ের ১৬’শ ফুট জায়গায়-দ্বিতল ভবন নির্মাণ করে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ! চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের বিতর্কিত সভাপতি আনু পলাতক র্শীষক সংবাদ প্রকাশিত হয়।
উক্ত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেছে হকাস সমিতির ব্যবসায়ীবৃন্দ। সমিতির ব্যবসায়ীবৃন্দ এক লিখিত প্রতিবাদ লিপিতে জানান, চাঁদপুর হকার্স মার্কেটের সভাপতি আনোয়ার হোসেন আনু রেলওয়ে হকার্স মার্কেটর দ্বিতল ভবনে মসজিদ নির্মাণ, ভবিষ্যতে মসজিদ পরিচালনার জন্য ১১টি দোকান তৈরি করি। সেটা শুধুমাত্র মসজিদের ব্যয় নির্বাহের জন্য এবং দোকান হস্তান্তরকৃত যার মূল্য ৪৮,০০,০০০/= (আটচল্লিশ লক্ষ) টাকা মসজিদ কমিটির নিকট হস্তান্তর করা হয়।
মসজিদের ব্যয় বাবদ ৫২,০০,০০০/- (বায়ান্ন লক্ষ) টাকা খরচ হয়। দোকান হস্তান্তর করার পর বাকী ৪,০০,০০০/= (চার লক্ষ) টাকা মসজিদ কমিটি নিজেরা বহন করে। মসজিদের যাবতীয় হিসাব নিকাশ রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি ও সমাজকল্যাণ সমিতির সমন্বয়ে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে সাধারণ সভার মাধ্যমে উভয় সমিতির মাধ্যমে মসজিদের যাবতীয় হিসাব নিকাশ সম্পন্ন হয়। উক্ত দোকানগুলোর টাকা দিয়ে মসজিদের যাবতীয় উন্নয়নমূলক কাজ করে আসছেন। সাংবাদিককে ভূল তথ্য দিয়ে উক্ত নিউজটি আপনার পত্রিকায় প্রকাশ করেছে আমরা রেলওয়ে হকার্স মার্কেট সমিতি তার নিন্দা জানাচ্ছি।
হকার্স মার্কেটের সভাপতি আনোয়ার হোসেন আনু সাহেব শারিরীক ও মানসিকভাবে খুবই অসুস্থ অবস্থায় রয়েছে। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার ব্যাপারে আমাদের রেলওয়ে হকার্স মার্কেট কমিটির কোনরূপ ক্ষোভ কিংবা কোন প্রকার অভিযোগ নাই।
তিনি মার্কেটের কোন সিন্ডিকেটের সহিত জড়িত নহে। মার্কেটে সকল প্রকার আয়-ব্যয়ের হিসাব সচলাবস্থায় রয়েছে। আমরা মার্কেটের সাধারণ ব্যবসায়ীবৃন্দ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উক্ত বিষয়টি আপনার পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করা হল।
নিবেদক,
সাধারণ ব্যবসায়ীবৃন্দ
চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট
চাঁদপুর ।
(বিজ্ঞাপন )