
মহসিন হোসাইন: নাশকতা মামলায় চাঁদপুর সদর উপজেলার হানারচর ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ আবুল খায়ের ছৈয়াল ও কল্যাণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ বাকি উল্লাহ তালুকদার’কে আটক করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়ার নিদেশে মডেল থানা পুলিশ অভিযান উক্ত দুজন আলোচিত মেম্বারকে নাশকতার মামলায় গ্রেফতার করে । গতকাল দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআই আওলাদ ও এএসআই মিজান ।
৫অক্টোবর (রবিবার)রাতে এফআইআরভুক্ত মামলায় চাঁদপুর সদর মডেল থানার বিশেষ অভিযানে তাদের দুজন মেম্বারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ইউপি মেম্বার মোঃ আবুল খায়ের ছৈয়াল (৪৭), পিতা- মৃত রহমত উল্যাহ ছৈয়াল,মাতা- খাইরুন্নেছা,সাং-উত্তর গোবিন্দিয়া, হরিণা বাজার সংলগ্ন ছৈয়াল বাড়ী,২নং ওয়ার্ড, ১৩নং হানারচর ইউনিয়ন, উপজেলা -চাঁদপুর সদর,জেলা-চাঁদপুর। চাঁদপুর মডেল থানার এফআইআর নং-১৯ ও জি.আর নং-৫৭৯। ধারা- ১৪৩/১৪৯/৩২৩/
৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/১০৯।
অপরজন ইউপি মেম্বর মোঃ বাকি উল্লাহ তালুকদার (৬০),পিতা-মৃত কেরামত উল্লাহ তালুকদার, মাতা-মৃত নুরজাহান বেগম,সাং- দাসাদী,তালুকদার বাড়ী, ৯নং ওয়ার্ড,৩নং কল্যাণপুর ইউপি, থানা- চাঁদপুর সদর, চাঁদপুর। চাঁদপুর সদর মডেল থানার এফআইআর নং-২৫ ও জি.আর নং-৫৮৫, ২৭ ধারা- ১৪৩/১৪৯/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/
৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪৩৬/৪২৭/৫০৬(২)/১০৯।
জানা যায় বিশেষ এই অভিযানে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় । চাঁদপুর সদর মডেল থানার এসআই-আওলাদ, এসআই মুকবুল, এসআই মামুনুর রশিদ, এসআই শাহাজান, এএসআই মিজানুর রহমান, এএসআই শরীফ ও তাদের সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।