
স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চাঁদপুর মডেল থানা পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি পূজা মণ্ডপ কমিটির প্রতি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন।
তিনি বলেন, পূজা মণ্ডপে কোন ধরনের অন্যায় অপরাধকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। দূষ্কৃতিকারীরা যেন চাঁদপুর সদর উপজেলার কোন পূজা মণ্ডপে প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য চাঁদপুর মডেল থানা পুলিশ সজাগ দৃষ্টি রাখবে। নৈরাজ্য সৃষ্টিকারিকে কোনো ভাবেই ছাড় দেয়া হবে না।
চাঁদপুর সদরের সকল ৩৫ টি মন্ডপেও কমপক্ষে ৩টি করে হলেও সিসি ক্যামেরা স্থান করতে হবে বাধ্যতামূলকভাবে। যে সব মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি তারা পূজা শুরুর আগেই সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করতে হবে। আপনাদের পূজার নিরাপত্তার কথা চিন্তা করে আপনারাই সিসি টিভির স্থাপন করবেন। আমরা চেষ্টা করবো প্রতিটি পূজা মণ্ডপে কম পক্ষে ১ অফিসার ও ৩ জন করে পুলিশ সদস্য দেয়ার ব্যবস্থা করবো।
কারন আনসার সদস্যরা মণ্ডপে থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে যেন ওই পুলিশ সদস্য তাৎক্ষনিক আমাদের বা উর্ধ্বতন কর্মকর্তাকে মোবাইল করে জানাতে পারে সে জন্য। অতি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে থানা থেকে পর্যাপ্ত পরিমান রক্ষাকারী বাহিনীর সদস্য মন্ডপে নিয়োগ করা হবে।
প্রতিটি মণ্ডপে রেজিস্ট্রার খাতা রাখতে হবে। তাতে স্বেচ্ছাসেবকদের স্বাক্ষর ও অফিসারগণ পরিদর্শন করে স্বাক্ষর করবে। প্রতিটি মন্ডপে নিরাপত্তার কথা চিন্তা করে বিদ্যুতের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে।
আমরা থানা থেকে এ বছর ৬টি মোবাইল টিম প্রস্তুত রেখেছি। তারা পূজার শুরু থেকে শেষ দিন পর্যন্ত সদর উপজেলার মণ্ডপগুলোতে নজরদারি রাখবে।