চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

মহসিন হোসাইন: চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬অক্টোবর রবিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পূর্বে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্যর্্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মোহাম্মদ শাখাওয়াত জামিল সৈকত।

আলোচনা সভায় প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম উন্নয়নের জন্য আপনাদের সকলের সচেতন হতে হবে। বিভিন্ন সময় দেখা যায় ব্যাক্তির নাম, বয়স, পিতার-মাতার নাম ও ঠিকানা ভূল ভ্রান্তি হয়ে থাকে। এগুলো নিয়ে আপনারা ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকারসহ জেলা তথ্য অফিসের দ্বারস্থ হতেও দেখা যায়।

মূলতঃ জন্ম নিবন্ধন করার পূর্বেই অভিভাবকদের সচেতন হতে হবে। আমরা নিজেরাই সচেতন না। একটু সচেতনতা অবলম্বন করে নিখুঁত ভাবে কাজটি করতে পারলে ভবিষ্যতে আর এই সমস্যা সম্মুখীন হতে হয় না।
তিনি আরো বলেন, সকলের প্রচেষ্টায় আমরা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উন্নয়ন আনতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে স্থানীয় সরকারের (ভারপ্রাপ্ত)- উপ-পরিচালক একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসার-তপন বেপারী (আশরাফুল), চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন শান্ত, চাঁদপুর সিভিল সার্জন অফিস স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো ইউসুফ,শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস রোকন, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,বাগাদী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-নূরুন্নবী।

এসময় উপস্থিত ছিলেন- হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা- উম্মে সালমা নাজনীন তৃষা, সকল সদর উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী- নূরুন্নবী।

সম্পর্কিত খবর