
স্টাপ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তার মার্কেট দখল ও চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন যুবদলের সভাপতি পদ থেকে খোরশেদ আলম গাজী নামে এক নেতাকে অব্যাহিত প্রদান করা হয়।
শনিবার (৫ অক্টোবর) রাতের দিকে চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম (নজু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল (দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্র খোরশেদ আলম গাজী চান্দ্রা ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
খোরশেদ আলম গাজীর নেতৃত্বে চান্দ্রা চৌরাস্তার ব্যবসায়ী শাহজাহান গাজীর ১টি (২),মোবারক গাজীর ২ টি,(৩)শোহাগ মিজি১ টি(৪), মোঃ সালাউদ্দিন মিয়া (বাবু)র ২ টি,মোঃ আরিফ হোসেন ১ টি। সহ মোট ৭ টি দোকান দখল করা অভিযোগ পাওয়া যায় এবং জহির মিজির দোকান সহ মোট ১৮ লক্ষাদিক মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী পরিবার।
খোরশেদ আলম গাজীর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অব্যাহতি যুবদলের সভাপতি খোরশেদ গাজী তিনি বলেন, কি কারণে আমাকে অব্যাহতি করা হয়েছে তা আমার জানা নেই।
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম (নজু) সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান বলেন, চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চান্দ্রা ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ গাজীকে অব্যাহিত করা হয়েছে।।