‘অভিভাবকহীন’ চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট!

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট কমিটি না থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে সাধারণ ব্যবসায়ীরা।
পরিচালনা কমিটি না থাকায় হকার্স মাকের্টে অবস্থিত প্রায় তিন শতাধিক ছোট-বড় দোকানের ব্যবসায়ীরা অভিভাবকহীন হয়ে পড়েছে । নেতৃত্ব শূণ্য থাকায় মার্কেট-দোকান-মালিক ও ক্রেতাদের সাথে ঘটছে নানা ঘটনা। সমাধান কোথায় পাবে ক্রেতা-বিক্রেতারা এ প্রশ্ন জনমনে।

জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের বিতর্কিত সভাপতি আনোয়ার হোসেন আনুসহ কমিটির অনেক সদস্য মামলার আসামী হওয়ায় পলাতক রয়েছে। সেক্রেটারী হাফেজ জাকির হোসেন মৃধা হজে গেছেন। যার ফলে কমিটির কার্যক্রমে অচলবস্থা দেখা দিয়েছে।

অভিভাবকহীন হয়ে পড়েছে চাঁদপুরের জনবহুল রেলওয়ে হকার্স মার্কেট। তবে ব্যবসায়ীরা বলছে সভাপতি আনোয়ার হোসেন অনু অসুস্থ থাকায় ঢাকায় বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান রয়েছেন । খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের মালিক সমিতি এবং ব্যবসায়ী সমিতি মিলে নতুন করে চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট পরিচালনা করার জন্য ২১ সদস্যের একটি উদ্যোক্তা কমিটি গঠন করা হয়েছে। তবে তা পূর্নাঙ্গ কমিটি নয়, ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটির দায়িত্ব পালন করছেন কমিটির প্রধান দুই সমন্বয়ক- চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট লোটাস পুষ্পালয়ের মালিক- মোঃ শাহ আলম ও আঁখি ক্লথ স্টোর- মোঃ সোহেল খান। কমিটির বিষয়ে এবং সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনুর বিষয়ে সমন্বয়ক কমিটির প্রধান শাহআলম এর কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আগের কমিটি বিলুপ্ত।

আগের কমিটির এখন আর কিছুই নেই। এখন নতুন করে আমরা ২১সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছি। মার্কেটের শৃঙ্খলা ফিরাতে কেউ না কেউ তো দায়ি়ত্ব নিতে হবে। সেই জায়গা থেকে আমরা কাজ শুরু করছি। সকল ব্যাবসায়ীর গ্রহণযোগ্যতা ও অংশগ্রহণেই নতুন করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

গতকাল ৬ অক্টোবর দুপুরে দৈনিক চাঁদপুর খবরকে ব্যবসায়ীরা জানান, হকার্স ব্যবসায়ী মালিক সমিতি ও সাধারণ ব্যবসাযীরা মিলে আগামী দু’একদিনে মধ্যে পরিচালিত কমিটি গঠন করা হবে এবং একটি সমাধান করবে। যা নতুন করে কমিটি গঠন করতে সহযোগীতা করবে। পরবর্তীতে গোপন ভোটের মাধ্যমে নতুন নিবার্চিত পরিচালিত করা হবে।

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের পরামর্শ নিয়েছি । বিএনপির সভাপতি মানিক ভাই বলেছেন হকার্স মার্কেটের গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠন করার জন্য ।

সম্পর্কিত খবর