চাঁদপুর হকার্স মার্কেটের অনিয়মের ধারাবাহিক সংবাদ প্রকাশ করবে চাঁদপুর খবর

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জনবহুল রেলওয়ে হকার্স মার্কেটের বিতর্কিত সভাপতি আনোয়ার হোসেন আনুসহ কমিটির বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

তাই ধারাবাহিক সংবাদ প্রকাশ করবে বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা। কারো কাছে কোন তথ্য থাকলে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ই-মেলে (chandpurkhabar2010@gmail.com) পাঠানোর জন্য অনুরোধ করা গেলো। চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের পাশে ১৬’শ ফুট জায়গার উপর দ্বি-তল ভবন নির্মাণ করে ৩০টি দোকান বানিয়ে ০৩ কোটি টাকা হাতিয়ে নেয় হকার্স মার্কেটের বিতর্কিত সভাপতি আনোয়ার হোসেন আনুসহ মার্কেট কমিটি। তার সাথে হকার্স মাকেটের একটি ব্যবসায়ী সিন্ডিকেট জড়িত রয়েছে, যারা তার অবৈধ এসব কাজে সহযোগিতা করেছে বলে সাধারণ ব্যবসায়ীরা জানায়।

জানা গেছে, চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের মালিক সমিতি এবং ব্যাবসায়ী সমিতি মিলে নতুন করে মার্কেট পরিচালনা করার জন্য ২১ সদস্যের একটি উদ্যোক্তা কমিটি গঠন করা হয়েছে।

তবে এটি পূর্নাঙ্গ কমিটি নয়। ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটির দায়িত্ব পালন করছেন কমিটির প্রধান দুই সমন্বয়ক- চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট লোটাস পুষ্পালয়ের মালিক- মোঃ শাহ আলম ও আঁখি ক্লথ স্টোর- মোঃ সোহেল খান।

প্রসঙ্গত, চাঁদপুর জনবহুল রেলওয়ে হকার্স মার্কেটের বিতর্কিত সভাপতি আনোয়ার হোসেন আনু ৫ আগস্ট পতিত আওয়ামী লীগের সরকারের পতনের পর পর থেকে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় নাশকতা ও ভাংচুরের অভিযোগে মামলা রয়েছে।

এ ছাড়াও তার বিরুদ্ধে চাঁদপুর রেলওয়ে হকাস মাকেটে আধিপত্ত বিস্তার, দোকান থেকে চাঁদাবাজি ,দোকান হস্তান্তরের প্রভাব বিস্তার করে অর্থ আদায়সহ নানা অভিযোগ রয়েছে।

সম্পর্কিত খবর