বালিয়া ইউনিয়নের আ’লীগের সম্পাদক হান্নান মিজি আটক

মহসিন হোসাইন: নাশকতা মামলায় অভিযুক্ত , বহুল আলোচিত ও বিতকিত চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফরাক্কবাদ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হান্নান মিজি’কে আটক করা হয়েছে।

গতকাল ৫অক্টোবর(শনিবার) চাঁদপুর মডেল থানায় নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল আলীম।

গ্রেফতারকৃত আসামি চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ হান্নান মিজি (৫৫), পিতা-মৃত নুরুল ইসলাম মিজি, মাতা-মজিবুন্নেছা, সাং-কুমুরুয়া, ৭নং ওয়ার্ড, ৯নং বালিয়া ইউপি, থানা ও জেলা-চাঁদপুর। চাঁদপুর সদর মডেল থানার এফআইআর নং-১৯, ২০আগস্ট, জি.আর নং-৫৭৯, ২০ আগস্ট।

ধারা-১৪৯/১৪৩/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/ ৫০৬(২) পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হান্নান মিজি এজাহারনামীয়-১৩৫ নং আসামী ।

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, বিগত ৫ আগষ্ট পতিত আওয়ামীলীগ সরকারের আমলে এলাকায় ও বিদ্যালয়ে ব্যাপক প্রভাব বিস্তার ,অথ আত্নসাত, নানা অপকমে জড়িত ছিলেন ৯নং বালিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফরাক্কবাদ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হান্নান মিজি । এলাকাবাসী তার বিচার দাবী করেছে ।

সম্পর্কিত খবর