
চাঁদপুর খবর রিপোর্ট : ৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত ৪টি নাশকতা মামলায় এজহারভুক্ত আসামী এক হাজার ৪শ’ ৬৬ জন ও অজ্ঞাত দু’হাজার ৯শ’ জন।
এজহারভুক্ত অধিকাংশ আসামীই ধরাছোঁয়ার বাহিরে রয়েছে । যাহার চাঁদপুর শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তবে উক্ত ৪টি মামলায় উল্লেখযোগ্য কোন আসামী এখনোও আটক না হওয়ায় অভিযোগ উঠেছে যে স্থানীয় পুলিশ প্রশাসন অনেকটাই নিস্ক্রিয়।
গত এক সপ্তাহে মডেল থানা পুলিশ ও যৌথবাহিনী মাঠ পর্যায়ে ও ইউনিয়ন পর্যায়ে কতিপয় আওয়ামীলীগ নেতাকর্মী গ্রেফতার হলেও মামলার প্রধান প্রধান উল্লেখযোগ্য আসামীরা গ্রেফতার হয়নি । উক্ত মামলায় প্রধান আসামী সাবেক সমাজকল্যানমন্ত্রী ডা:দীপু মনিকে ঢাকায় শোন এরেষ্ট(গ্রেফতার) দেখানো হয়েছে । বর্তমান চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান , থানায় দায়েরকৃত এজহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারে অভিযান চলছে ।
জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ও শহরের পুরানবাজার এলাকাসহ জেলার কয়েকটি স্থানে যৌথবাহিনী অভিযান চালায়।
তবে অভিযানে উল্লেখ্য কোন নেতা-কর্মীরা আটক না হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে। গত বুধবার (২ অক্টোবর) ও বৃহস্পতিবার (৩ অক্টোবর) চাঁদপুর মডেল থানা পুলিশের সাঁড়াশি যৌথবাহিনীর অভিযানে রাজনৈতিক মামলায় ৩ জনকে আটক করা হয়েছে।
জেলা আওয়ামী লীগ, ছাত্র লীগসহ অনেক চেয়ারম্যান ও সদস্যরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রসঙ্গত , অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান। যারা পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে এ অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড ও র্যাব।
পতিত আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট ক্যাডারদের নির্যাতনের শিকার হয়ে বিরোধী দলের নেতাকর্মীরা প্রায় ১৬বছর অমানবিক নির্যাতন, মামলার শিকার হয়েছেন। অনেকেই বছরের পর বছর বাড়ি ঘর পরিবার পরিজন ছাড়া আত্মগোপনে জীবন যাপন করতে বাধ্য হয়েছিল।
গত ৫ই আগষ্ট ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর স্বৈরাচার হাসিনা সরকার দেশ থেকে পালানোর পর চিত্রপট পালটে যায়। বাংলাদেশের মানুষ নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। ৫ই আগষ্টের পর থেকেই জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারবর্গ ও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ স্বৈরাচার শাসনামলে নিপীড়নের শিকার হওয়া মানুষগুলো আইনের দারস্থ হয়ে দেশের বিভিন্ন থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা শুরু করে।
চাঁদপুর সদর মডেল থানায় (২০ আগস্ট) ঢালীরঘাট এলাকার বাসিন্দা নুরুল ইসলাম খান চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরণ ঘটানোর দায়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে মামলা করেন। একই মামলায় তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদসহ ২২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে শিক্ষার্থী ও জনতা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় তাদের ওপর আকস্মিক হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। ওই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জে. আর ওয়াদুদ টিপু, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সাংসদ ড. সেলিম মাহমুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি মো. জহির, কবির চৌধুরী, ফেরদৌস মোরশেদ জুয়েল,
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন নবীরসহ ২২৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। অপর একটি মামলায় চাঁদপুরে বিএনপি নেতার বাড়ি ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় অজ্ঞাত আরো ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং তার ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৩৮২ জনের নামে মামলা হয়েছে। আসামিরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বর্তমান ও সাবেক নেতা।
মামলার বাদী চাঁদপুর পৌরসভার কোড়ালিয়ার মো. সেলিম মিয়া এজাহারে উল্লেখ করেন, গত ১৮ জুলাই সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের মুনিরা ভবনে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে মদদ দেন ডা. দীপু মনি ও তার ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবীর সুমন। ভবনের মালিক জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তখন চিকিৎসার জন্য বাইরে ছিলেন। এ ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকালে মুক্তার আহমেদ নামে এক শিক্ষার্থীর বাবা চাঁদপুরে সাবেক মন্ত্রী দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ ও দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপুসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে এজাহারনামীয় ৩০০ এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।