শিল্পকলার কর্মকর্তাদের কক্ষ যেন ‘টাকার খনি

চাঁদপুর খবর রির্পোট: ঢাকা শিল্পকলা একাডেমির দুই পরিচালকের কক্ষে টাকার খনি পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম কর্মকর্তাদের কক্ষ তল্লাসি করতে টাকার এ খনির সন্ধ্যান মেলে।

বুধবার (৩ সেপ্টেম্বর) অভিযানে গিয়ে শিল্পকলার দায়িত্বে নিয়োজিত চাঁদপুর শিল্পকলা একাডেমীর সাবেক কালচারাল অফিসার ও বতমান ঢাকা শিল্পকলার দায়িত্বে নিয়োজিত কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ ও ওই বিভাগের কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজরের তালাবদ্ধ কক্ষে নগদ ২১ লাখ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

তল্লাশি কার্যক্রম চলাকালে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়লে একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

এর আগে সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কক্ষে তল্লাসি চালিয়ে নগদ ২ লাখ এবং কালচারাল অফিসার এম মোস্তাক হোসেনের কক্ষে তল্লাসি চালিয়ে নগদ ২০ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকার বিষয়ে অভিযুক্তরা সঠিক কোনো জবাব দিতে পারেনি।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর অভিযুক্ত লাকীসহ তার অনুগত সুবিধাভোগী ও অপকর্মের সহযোগী মোট ১০ জন কালচারাল অফিসারকে ওএসডি করা হয়।

সম্পর্কিত খবর