চাঁদপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টি : শহরজুড়ে জলাবদ্ধতা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় চলতি মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আর এমন ভারি বৃষ্টিপাতে জেলা শহরসহ নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

গতকাল শনিবার সকাল ১১টা থেকে বৃষ্টি কমলে ধীরে ধীরে জেলা শহরের বিভিন্ন রাস্তাঘাট ও অলিগলি থেকে পানি সরে যেতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের স্থানীয় পর্যবেক্ষণকেন্দ্র গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করেছে।

দপ্তরের পর্যবেক্ষক শাহ মোহাম্মদ শোয়েব জানিয়েছেন, এ সময়ে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তিনি আরো জানান, দক্ষিণের সাগরে লঘুচাপের কারণে গতকাল শুক্রবার ও রাতভর ভারি বৃষ্টিপাত হয়। তবে শনিবার সকাল ১১টার পর থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে চাঁদপুর শহরের নাজিরপাড়া,চিত্রলেখা মোড়, প্রফেসরপাড়া, রহমতপুর কলোনি, মাদরাসা সড়ক ও বঙ্গবন্ধু সড়কজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে এসব এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। শহরের পূর্ব নাজিরপাড়ার বাসিন্দা হুমায়ুন কবির পাটোয়ারী জানান, তার আশপাশের বেশ কিছু এলাকায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত হাঁটু পরিমাণ জলাবদ্ধতা ছিল। এখন তা কমতে শুরু করেছে।
বঙ্গবন্ধু সড়কের বাসিন্দা কবির মিজি জানান, প্রায় দেড় কিলোমিটার সড়কে পানি আর পানি। যা চলতি বর্ষায়ও এই সড়কে পানি জমেনি।

চাঁদপুর পৌরসভার প্রশাসক ইকরাম সিদ্দিকী জানান, জলাবদ্ধতা দূর করতে এলাকা চিহ্নিত করে পৌরসভার কর্মীরা কাজ করছেন। আশা করছি, নতুন করে বৃষ্টিপাত না হলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। এতে নাগরিক দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব হবে।

এদিকে টানা দুই দিনের ভারি বৃষ্টিপাতে চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ভেতরেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

জেলার হাজীগঞ্জ বাজারেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেখানকার অলিগলিতে জমে আছে বৃষ্টিপাতের পানি।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় এসব এলাকার পানি সরে যেতে শুরু করেছে। চাঁদপুর শহর ও হাজীগঞ্জেও একই অবস্থা বিরাজ করছে।

সম্পর্কিত খবর