
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিতর্কিত ফারুক ভূঁইয়াকে গতকাল শুক্রবার (৪ অক্টোবর)আদালতের মাধ্যমে হাজির করা হলে আদালত তাকে চাঁদপুর কারাগারে প্রেরণ করে। গতকাল চাঁদপুর মডেল থানা সূত্রে দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেছে ।
এর আগে ৩অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে এনএক্ট (চেক)এর সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়। মামলা নং -৫৪৪/২০১৫ ও এসসি-২৯০/১৬।
আটককৃত ফারুক ভূঁইয়া মধ্য ইচলী মৃত আ: মালেক ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে পতিত সরকারের আমলে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় নানা অনিয়ম ,আধ্যিপত্ত বিস্তার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে । এ ছাড়াও ঠিকাদারীর নামে ব্যাপক লুটপাট করেছে । স্থানীয় এলাকাবাসী এই অভিযোগ করেছে ।
জানা যায়, চাঁদপুর মডেল থানার এএসআই কফিল উদ্দিন ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। তাকে ২মাসের সাজা প্রদান করা হয় বলে জানা যায়।
চাঁদপুর মডেল থানার এএসআই সাইফুল ইসলাম জানান, একটি চেকের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেফাজতে থাকার পরে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।