কামিল পরীক্ষায় শাহতলী কামিল মাদরাসার কৃতিত্বপূর্ণ ফলাফল

চাঁদপুর খবর রির্পোট: ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ২০২২সালের কামিল প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩অক্টোবর) এ ফলাফল প্রকাশ করা হয়।

কামিল প্রথম পর্বে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা থেকে ৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে উত্তীর্ণ হয় ৮৫জন। এর মধ্যে এ+পেয়েছে ৩জন, এ গ্রেড পেয়েছে ৩৮জন, এ- গ্রেড পেয়েছে ২৯জন, বি গ্রেড পেয়েছে ১১জন, সি গ্রেড পেয়েছে ৪জন।

কামিল দ্বিতীয় পর্বে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা থেকে ৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে উত্তীর্ণ হয় ৭৫জন। এর মধ্যে এ+ গ্রেড য়েছে ১জন, এ গ্রেড পেয়েছে ৪০জন, এ- গ্রেড পেয়েছে ২৮জন, বি গ্রেড পেয়েছে ৫জন, সি গ্রেড পেয়েছে ১জন।

সম্পর্কিত খবর