স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভায় কর্মরত ১৩ জন কর্মচারীকে পৌর সভার বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
গত রোববার (২৯ সেপ্টেম্বর) পৌরসভার প্রশাসক একরামুল সিদ্দিক স্বাক্ষরিত একটি অফিস আদেশে বদলি করা হয় তাদের। যে সকল কর্মচারীকে বদলি আদেশ দেয়া হয়েছে তারা হচ্ছেন: মোহাম্মদ তৌহিদুল ইসলাম (কর আদায়কারী)। তিনি বর্তমানে কর আদায় শাখার প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
তাকে ভারপ্রাপ্ত শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। মোঃ মোশারফ হোসেন (লাইসেন্স পরিদর্শক)।
তিনি লাইসেন্স শাখার প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাকে শহীদ জাবেদ পৌর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। মোঃ রাজু মিয়া (সেনেটারী ইন্সপেক্টর)। তিনি পরিবার পরিকল্পনা শাখায় কর্মরত ছিলেন। তাকে হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। মোঃ মাসুদ রানা (কসাইখানা পরিদর্শক)। তিনি পরিবার পরিকল্পনা শাখায় কর্মরত ছিলেন।
তাকে ভারপ্রাপ্ত সেনেটারী ইন্সপেক্টর দায়িত্ব দেয়া হয়েছে। মোহাম্মদ এমদাদ হোসেন (আদায়কারী)। তিনি কোড়ালিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তাকে বাজার শাখায় বদলি করা হয়েছে। মোহাম্মদ জাহিদুর রহমান খান (সহকারী কর আদায়কারী)। তিনি সাবেক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাকে ভারপ্রাপ্ত কর আদায়কারী দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি কর আদায় শাখায় কর্মরত ছিলেন। তাকে ভারপ্রাপ্ত লাইসেন্স পরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম (সহকারী কর আদায় কারী)। তিনি বাজার শাখায় কর্মরত ছিলেন। তাকে বদলি করে সহকারী এসেসর দায়িত্ব দেয়া হয়েছে। মোঃ আক্তার হোসেন (সহকারী এসেসর)। তিনি অ্যাসেসমেন্ট শাখায় কর্মরত ছিলেন। তাকে বদলি করে কোড়ালিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। বিপ্লব রায় (স্বাস্থ্য সহকারী) তিনি পৌর দাতব্য চিকিৎসালয়ে কর্মরত ছিলেন।
তাকে পরিবার পরিকল্পনা পৌরসভা কার্যালয় শাখায় বদলি করা হয়েছে। মোহাম্মদ আফসার আহমেদ পাটুয়ারী (ফটো ডকুমেন্ট অপারেটর)। তিনি পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তাকে ডিজিটাল সেন্টারে বদলি করা হয়েছে।
জহিরুল ইসলাম (ফটো ডকুমেন্ট অপারেটর)। তিনি ডিজিটাল সেন্টারে কর্মরত ছিলেন। তাকে জন্ম নিবন্ধন রশিদ কর্তন কাজে বদলি করা হয়েছে। মোহাম্মদ রাসেল মিজি (এম এল এস এস) এডহক।
তিনি জন্ম নিবন্ধন শাখায় রশিদ কর্তনের কাজ করতেন। তাকে পরিবার পরিকল্পনা শাখায় এমএলএসএস কাজে বদলি করা হয়েছে। অফিস আদেশে উপরোক্ত কর্মচারীদেরকে পত্র প্রাপ্তির সাথে সাথে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।