চাঁদপুরে যুদ্ধকালীন কমান্ডারদের পক্ষে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে যুদ্ধকালীন কমান্ডারদের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন জেলার বীর মুক্তিযোদ্ধারা।

বুধবার (২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে সার্বিক আলোচনা করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব, বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেম, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ প্রমূখ।

এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের বলেন, সকল মুক্তিযোদ্ধাদের আমি সম্মান করি। আমি সকল বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে চলতে চাই। সবাইকে আমি সম্মান করতে চাই এবং করি।

সম্পর্কিত খবর