মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের সোহরাব মিজি বাড়ি নির্বাসী মো: ইদ্রিস মিজি ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউল)।
গতকাল ২অক্টোবর দুপুর সাড়ে ১২টায় বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ৪মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ গতকাল বাদ এশা শাহতলী স্ট্রেশন দরগাহ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরামার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া।
এসময় মরহুমের জানাযার নামাজে অংশগ্রহন করেন শাহতলী শাহতলী স্ট্রেশন দরগাহ জামে মসজিদ এর সেক্রেটারী ও ব্যবসায়ী আবুল কাসেম মিজি, শাহতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, স্থানীয় লিটন মিজি, সেলিম মিজি, স্বপন মিজি, মরহুমের ছেলে করিম মিজি, বিএনপি নেতা মো: রিপন মিজিসহ অসংখ্য মুসল্লীগণ।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি এক শোকবার্তায় এ শোক জানান।