চাঁদপুর খবর রির্পোট: সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় ঝুঁকি হ্রাসকে সকল পর্যায়ে উন্নয়নের মূলধারায় কার্যক্রম গ্রহণ এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার ও পুনর্বাসন-পরিকল্পনা প্রণয়নে উদ্ভূত বন্যা মোকাবেলা এবং বন্যা সংক্রান্ত পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা বন্যা পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ।