চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
১ অক্টোবর (মঙ্গলবার) উপজেলা স্বাস্থ্য অফিসে স্বাস্থ্য সহকারীদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়।
ভোটে মো: ওমর ফারুক সভাপতি নির্বাচিত হয়েছে। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহমুদুল হাসান। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে রাবেয়া বেগম তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল্লাহ ইউসুফ খান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে ইয়াছমিন আক্তার, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন মোস্তাকিম খান।
নির্বাচন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস উক্ত নির্বাচনে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন তালুকদার ও তমাল কৃষ্ণ নন্দী।
এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস বিজয়ী সভাপতি ও সাধারন সম্পাদক সহ উক্ত কমিটিকে অভিনন্দন জানান এবং নব নির্বাচিত কমিটিকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।