সাইদ হোসেন অপু চৌধুরী: চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর সাথে জেলা গণঅধিকার, যুব অধিকার, ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার (০২ অক্টোবর ) সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে নেতৃবৃন্দ এই মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ভিপি নুরের আস্থাবাজন চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান মো.আরিফ তালুকদার, চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সংগঠক মো. মাহমুদুল হাসান, কাজি রাসেল, সাংবাদিক মো. জাকির হোসেন,সাহিদা আক্তার,
জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন ,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী, চাঁদপুর পৌর ছাত্র অধিকার পরিষদের আহবায়ক পারভেজ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল চৌধুরীসহ আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।