শামীম আহম্মেদ জয় : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ মামলায় অস্ত্রধারী সন্ত্রাসী রাজিব মৃধাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২ অক্টোবর) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, মতলব সার্কেল মো. খায়রুল কবীরেরর তত্ববধায়নে ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক সার্বিক দিক নিদের্শনায় এসআই মো. মিজানুর রহমান-১, এসআই মো. রতন মিয়া,
এএসআই আতিকুর রহমান মিয়াজী সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন ছেংগারচর পৌরসভাস্থ ঘনিয়াপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচলনা করিয়া তাকে আটক করা হয়। আটককৃত রাজিবকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মৃত আ. মালেকের পুত্র মোঃ রাজীব মৃধা (৪০)।আটকৃত আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত আসামী রাজিব একজন তালিকাভুক্ত সন্ত্রাসী তাহার বিরুদ্ধে অত্র থানায় একাধীক মামলা রহিয়াছে যাহা বিজ্ঞ আদা বিচারাধীন আছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।